সারা বাংলা

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ডেঙ্গু সচেতনতার জন্য সবাই যখন কাজ করছে ঠিক সেই সময়ে বিএনপি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সমালোচনা করছে। তারা এই মুহূর্তে নতুন নির্বাচন দাবি করছে।

এতে বোঝা যায় বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। কিছু মানুষ আছে তারা কোন কাজ করে না, অন্যরা কাজ করলে তার সমালোচনা করে। বিএনপি’র হয়েছে সেই দশা। তারা কখনো জনগণের জন্য রাজনীতি করে না।

সাংবাদিকদের ওয়েজ বোর্ডে আদালতের স্থগিতাদেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘মামলার প্রেক্ষাপটে এটি স্থগিত হয়েছে। আদালত থেকে সরকারের কাছে যা চাওয়া হয়েছে তা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে। যেহেতু এটি বিচারাধীন বিষয় তাই এই মুহূর্তে এর বেশি বলা ঠিক হবে না।’

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের এম এম আলী সড়কে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে তথ্যমন্ত্রী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন- এ ম্যাথ ও সায়েন্স সামার স্কুলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ছাত্রীদের মধ্যে সনদ বিতরণ করেন।  রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ আগস্ট ২০১৯/রেজাউল/শাহনেওয়াজ