সারা বাংলা

খুলনায় নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনায় আবাসিক হোটেলে শিখা ওরফে মুক্তা বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে সাকিব (২৩) নামের এক আসামিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধূরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদ-প্রাপ্ত সাকিব বগুড়ার শাহাজাহানপুর উপজেলার সোনাইদিঘি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। নিহত মুক্তা বেগম খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামের আব্দুল খালেক ফকিরের মেয়ে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় গাজী আবাসিক হোটেলে শিখা ওরফে মুক্তা বেগমকে শ্বাসরোধে হত্যা করে সাকিব। পরদিন সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ডুমুরিয়া থানার এসআই মো. রুহুল আজম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিমাই চন্দ্র কুন্ডু ২০১৮ সালের ৩০ মার্চ সাকিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক। রাইজিংবিডি/৮ আগস্ট ২০১৯/খুলনা/নূরুজ্জামান/শাহনেওয়াজ