সারা বাংলা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাব্বি তালুকদার ফয়সাল (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলেঙ্গার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি এলেঙ্গা পৌর এলাকার ফুলতলা কেমি তালুদারের ছেলে এবং ফয়সাল সরকারি শামসুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

কালিহাতী থানার এএসআই ফেরদৌস আলম রাইজিংবিডিকে বলেন, সকালে ফয়সাল অভিমান করে বাড়ি থেকে বের হন। পরে তিনি রাজাবাড়ী এলাকায় নীল সাগর এক্সপ্রেসের ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কি কারণে আত্মহত্যা করছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে। রাইজিংবিডি/টাঙ্গাইল /০৯ আগস্ট ২০১৯/শাহরিয়ার সিফাত/বুলাকী