সারা বাংলা

রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাঙামাটি সংবাদদাতা : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। এতে বক্তব্যে রাখেন সাবেক সাংসদ উষাতন তালুকদার, দেন আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দীন নাথ তংচঙ্গ্যা, সিএইচটি হেডম্যান নেটওর্য়াকের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ডা. শিবু প্রসাদ মিশ্র, নারী নেত্রী নেলী প্রু মার্মা প্রমুখ।

এর আগে পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন উষাতন তালুকদার।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে র‌্যালিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেন। রাইজিংবিডি/রাঙামাটি/৯ আগস্ট ২০১৯/বিজয় ধর/বকুল