সারা বাংলা

নরসিংদীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের পাচপাইকা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন বাহেরদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় সজিব (১৮) নামের একজনকে আটক করেছেন শিবপুর থানা পুলিশ। সজিব পাচপাইকা গ্রামের শহিদুল্লাহর ছেলে।

রিপনের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকার লোকজন রিপনকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। রাইজিংবিডি/নরসিংদী/১০ আগস্ট ২০১৯/গাজী হানিফ মাহমুদ/রফিক