সারা বাংলা

কারাবন্দীদের নতুন পোশাক প্রদান

বাগেরহাট সংবাদদাতা : কোরবানি উপলক্ষে বাগেরহাট কারাগারের বন্দীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে কারাবন্দী কিশোর, নারী এবং বন্দী মায়েদের সঙ্গে থাকা শিশুদের নতুন পোশাক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, প্রবেশন অফিসার সোহেল পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, জেল সুপার গোলাম দস্তগীর, জেলার এস এম মহিউদ্দিন হায়দার প্রমুখ।

জেলা কারাগারের ২৯ জন নারী, ১৪ জন কিশোর ও নারী বন্দীদের সঙ্গে থাকা চার শিশুকে নতুন পোশাক প্রদান করা হয়।

এর আগে জেল কর্তৃপক্ষের আয়োজনে বন্দীদেরকে নিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ সভায় বক্তব্য দেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা। সভা শেষে ডেঙ্গু জ্বরের লক্ষণ, চিকুনগুনিয়া রোগের লক্ষণ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের চিকিৎসা, মশা ধ্বংস করতে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয় কারাবন্দীদের মাঝে। রাইজিংবিডি/বাগেরহাট/১০ আগস্ট ২০১৯/আলী আকবর টুটুল/নবীন হোসেন