সারা বাংলা

ঢাকা থেকে জ্বর নিয়ে এসে মারা যান তিনি

নোয়াখালী প্রতিনিধি : জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় জ্বরে আক্রান্ত হন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু ঘটে। মৃত আমির হোসেন লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, আমির হোসেন রাজধানী ঢাকায় অবস্থান কালে গত কয়েক দিন থেকে জ্বরে ভুগছিলেন। শনিবার তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তাকে রাত ১টার দিকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আমির হোসেন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডেঙ্গু পরীক্ষার আগেই তিনি মারা যান। তবে পরীক্ষা করে দেখা হবে, তিনি কী কারণে মারা গেছেন।

 

রাইজিংবিডি/নোয়াখালী/১১ আগস্ট ২০১৯/মাওলা সুজন/বকুল/এনএ