সারা বাংলা

চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি

সাতক্ষীরা সংবাদদাতা : চামড়া পাচার রোধে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।

চোরাকারবারিরা যাতে কোরবানির পশুর চামড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে।

প্রতি বছর কোরবানির পর প্রচুর চামড়া ভারতে পাচার হয়। পাচার রোধে বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছেন পুলিশ প্রশাসন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্ উদ্দিন বলেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা। এখান থেকে যাতে কোনো চোরাচালানি চামড়া পাচার না করতে পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, সাতক্ষীরায় সীমান্ত দিয়ে যাতে চামড়াসহ কোনো পণ্য পাচার না হয় সেজন্য সমগ্র সীমান্তে বিজিবি বিশেষ নজরদারি করছে।

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১২ আগস্ট ২০১৯/শাহীন গোলদার/রফিক