সারা বাংলা

চট্টগ্রামে বিপুল বিদেশি সিগারেট আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা কয়েকটি ব্যাগেজ সন্দেজনকভাবে তল্লাশি করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ সব সিগারেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল সিগারেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১০ আগস্ট এয়ার এরাবিয়ার (জি৯ ৫২৩) ফ্লাইটে শারজাহ থেকে কয়েকটি ব্যাগেজ আসে চট্টগ্রামে। যাত্রী ছাড়া আসা এ সব লাগেজে কয়েকজন নারী পুরুষের নাম লেখা ছিল। কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাগেজগুলো খুলে তল্লাশি চালানো হয়। পরে এর ভিতরে ৩০৩ ব্রান্ডের ১ হাজার ৪১০ কার্টনে ২ লাখ ৮২ হাজার শলাকা এবং ‘ইজি’ ব্রান্ডের ৫৪০ কার্টনে ১ লাখ ৮ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক দাম ১৫ লাখ ৬০ হাজার টাকা।

এই ঘটনায় চোরাচালানিকে শনাক্ত করতে পারেনি। সিগারেটের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৬ আগস্ট ২০১৯/রেজাউল/বকুল