সারা বাংলা

কুষ্টিয়ায় বাল্যবিয়ে, বর-কাজীর কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে বর ও কাজীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার মশাউড়া গ্রামে বিয়ে করানোর সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই কারাদ- দেন।

আদালত সূত্র জানায়, বাল্য বিবাহ দেওয়া হচ্ছে - এমন অভিযোগ পেয়ে দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মশাউড়া গ্রামে বিয়ে বাড়িতে অভিযান চালায়। কাজী আরজান আলী (৪৫) ও বর নয়ন আলীকে (২৩) আটক করা হয়। পরে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় কাজীকে ৬ মাস এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ এর (১) ধারায় বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন আদালত।

দ-প্রাপ্ত কাজী আরজান আলী মশাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং বর নয়ন আলী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মো. হান্নান আলীর ছেলে। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/কাঞ্চন কুমার/শাহনেওয়াজ