সারা বাংলা

এডিস মশা নিধনে সচেতনতামূলক লিফলেট

নাটোর সংবাদদাতা : জেলার নলডাঙ্গায় এডিস মশা নিধনে ওষুধ স্প্রে, জঙ্গল পরিষ্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী, নলডাঙ্গা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সাহেব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লিফলেটে ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশা নিধন ও এডিস রোগ থেকে নিষ্কৃতি পেতে করণীয় সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া রয়েছে।

 

রাইজিংবিডি/নাটোর/১৮ আগস্ট ২০১৯/এম এম আরিফুল ইসলাম/জেনিস