সারা বাংলা

থানায় ধর্ষিত নারীর মাদক মামলায় জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার জিআরপি (রেলওয়ে) থানা হাজতে পুলিশের ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করা তিন সন্তানের জননীকে (৩০) মাদক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নয়ন সরকার তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২ সেপ্টেম্বর ধার্য্য করা হয়েছে। 

গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে খুলনা রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা ওই গৃহবধূকে আটক করে।

জিআরপি পুলিশের দাবি, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের একটি বগি থেকে ওই নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়।

পর দিন তাকে ৫ বোতল ফেনসিডিলসহ একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে পাঠানো হয়।

গত ৪ আগস্ট আদালতে জামিন শুনানিকালে জিআরপি থানায় থাকাকালে তাকে ধর্ষণ করার অভিযোগ আনেন ওই নারী। তিনি আদালতে বলেন, গভীর রাতে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্য তাকে ধর্ষণ করেন।

এরপর আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা করা হয়। ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশের দুটি তদন্ত কমিটি কাজ করছে। রাইজিংবিডি/খুলনা/১৮ আগস্ট ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল