সারা বাংলা

মিয়ানমারের স্বাধীন তদন্ত কমিশন দল কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি : রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তথ্য সংগ্রহে মিয়ানমারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের দল এখন কক্সবাজারে।

সোমবার দুপুর ১২টার দিকে দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে হোটেল রয়েল টিউলিপে গিয়ে বিশ্রাম নেন। দুপুর ১টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, মিয়ানমারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা আগামী মাসে রোহিঙ্গাদের স্বাক্ষ্য গ্রহণ করবে। এ সময় কী করা হবে, কী কী কাজ করবে- এ সব বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলটি সন্ধ্যায় ইউএনএইচসিআরের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া মঙ্গলবার সকালে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার সরকার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে বাংলাদেশে এসেছে। 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১৯ আগস্ট ২০১৯/সুজাউদ্দিন রুবেল/বকুল