সারা বাংলা

রাখাইনদের মানবন্ধন

বরগুনা প্রতিনিধি: বরগুনায় এমপি পুত্র সুনাম দেবনাথ রাখাইনদের জমি দখল ও দেশত্যাগে বাধ্য করেছেন বলে গনমাধ্যমের সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঐ সম্প্রদায়ের লোকজন।

সোমবার দুপুরে তালতলী পাড়ার ঠাকুরবাড়ী প্রাঙ্গণে আদিবাসী রাখাইন সম্প্রদায় উপজেলা শাখা এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপ-পরিচালক মং তাহান, তালতলী রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান, সরকার কর্তৃক নিয়োজিত রাখাইনদের স্থানীয় প্রতিনিধি খে মংলা, ক্রীড়া সংগঠক ধলুশে প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা গত ৩১ জুলাই একটি গণমাধ্যমে (যুগান্তর) বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি’র ছেলে সুনাম দেবনাথকে জড়িয়ে রাখাইনদের জমি দখল নিয়ে প্রকাশিত খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রাইজিংবিডি/বরগুনা/১৯ আগস্ট ২০১৯/রুদ্র রুহান/সাজেদ