সারা বাংলা

শীতলক্ষ্যার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কাঁচপুরের কুতুবপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মোস্তাফিজুর রহমান জানান, হক কোল্ড স্টোরেজের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেখানে জব্দকৃত বালু ১ লাখ টাকা নিলামে বিক্রি করা হয়।

মঙ্গলবার প্রথম দিনের অভিযানে ৩টি কারখানার গোডাউন, ১৩টি পাকা ভবন, গাইড ওয়ালসহ ৩৬টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

বিআইডাব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে ওঠা সব রকমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২১ আগস্ট ২০১৯/হাসান উল রাকিব/বকুল