সারা বাংলা

মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ সংবাদদাতা : ‘বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি ও মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগান সামনে রেখে মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জ ছাত্রলীগ ও যুবলীগের সচেতনমূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক ও জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা।

পরে ডেঙ্গু ও মাদক প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট সিরাজগঞ্জ শহরের এস.এস রোড, ইবি রোড, নবদ্বীপপুল, কালিবাড়ী বাজার, পিটিআই মোড়, সরকারি কলেজ, চৌরাস্তা মোড়, মুজিব সড়ক সড়ক হয়ে বাজার স্টেশন এসে শেষ হয়।

লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন প্রকার সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদ, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রুবেল, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজিত সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগ, সাবেক প্রচার সম্পাদক এস এম আশিক ইমরান, সাবেক শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. জিয়া বাবু, সাচ্চু মণ্ডল, শঙ্খনীল দেব সুজন, আরিফুল ইসলাম আরিফ, বিপ্লব সরকার, আনোয়ারুল কবির পলাশ, মোঃ সালমান, রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।

 

রাইজিংবিডি/ সিরাজগঞ্জ/২২ আগস্ট ২০১৯/অদিত্য রাসেল/জেনিস