সারা বাংলা

ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। র‌্যালিতে জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভক্ত-অনুরাগীরা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এর আগে দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব শংকর সাহা। রাইজিংবিডি/ময়মনসিংহ/২৩ আগস্ট ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/হাকিম মাহি