সারা বাংলা

শহীদ মুক্তিযোদ্ধা আবেদ আলীর নামে পার্বতীপুরে সড়ক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবেদ আলী’র নামে সড়কের নামকরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নে সড়কে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবেদ আলী নামের সাইন বোর্ড স্থাপন করা হয়। এসময় ইউপি সদস্য মাহাবুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ আবেদ আলীর বড় ভাই মো: মনছার আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া যাওয়ার উল্লেখিত রাস্তাটি সরপুকুরা রাস্তা নামে পরিচিত ছিল।

শহীদ মুক্তিযোদ্ধা আবেদ আলীর বড় ভাই মো: মনছার আলী জানান, ১৯৭১ সালে আবেদ আলীর বয়স ছিল ১৫ বছর এবং নবম শ্রেণিতে পড়তেন। দুই ভাই ও তিন বোনের সবার ছোট ছিলেন তিনি। দেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নেয়ার তাগিদে আবেদ আলী ভারতের পশ্চিম বঙ্গে কাটলা ক্যাম্পে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধ করার জন্য নাম লেখান। পরবর্তী সময়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পার্বতীপুরের বিভিন্ন জায়গায় গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিদ্ধুদ্ধে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান মুক্তিযোদ্ধাদের এই গ্রুপের কমান্ডার ছিলেন।’

মনছার আলী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে আমার ভাইয়ের প্রাণ তাগের স্বীকৃতি মিলেছে। প্রসঙ্গত. শহীদ আবেদ আলীর গেজেট নং ২৮৯৫ এবং এফএফ নং ৪০৩৭।’ রাইজিংবিডি/ঢাকা ২৩ আগস্ট/সোহেল সানী/শাহনেওয়াজ