সারা বাংলা

ডেঙ্গু : আক্রান্তের হার কমছে বগুড়ায়

বগুড়া প্রতিনিধি : জেলায় ক্রমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে।

গত ২৪ ঘন্টায় মাত্র ছয় জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগের ২৪ ঘন্টা ভর্তি হয়েছিল সংখ্যা ছিল ১২ জন।

জেলার সিভিন্ন সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৭৩ ডেঙ্গু রোগী ।

এদের মধ্যে শিশুসহ ৫৬ রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আর বাকি ১৭ জন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন ৭৬৬ রোগী। এদের মধ্যে ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৯৩ জন। জেলায় এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

তবে বেশীর ভাগ রোগীই রাজধানী ঢাকা থেকে বগুড়ায় আসার পর অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালের সহকারি পরিচালক রাইজিংবিডিকে জানান, বিশেষ গুরুত্বের সাথে যথাযথভাবে ডেঙ্গু রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। ফলে দিনদিন রোগীর সংখ্যা কমে যাচ্ছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছে মাত্র ছয়জন। আর এখানে ডেঙ্গু সনাক্তের জন্য কীটসহ সকল প্রকার প্রয়োজনীয় কোন কিছুরই সংকট নেই। রাইজিংবিডি/বগুড়া/২৪ আগস্ট ২০১৯/একে আজাদ/এনএ