সারা বাংলা

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি : ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারীসহ দুজন আটক হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কক্সবাজার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু নাঈম মাসুম জানান, কক্সবাজার সদর উপজেলার পূর্ব নাইক্ষংদিয়ার মনজুর আলম রোহিঙ্গা নারী আসমাসহ বাবা-মেয়ে পরিচয়ে পাসপোর্ট করতে আসেন। সন্দেহ হলে আসমার আঙুলের ছাপ পরীক্ষা করা হয়। তার আঙুলের ছাপ রোহিঙ্গাদের করা তালিকার সাথে মিলে যায়। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং টাকা বিনিময়ে মনজুর আলমকে বাবা সাজিয়ে পাসপোর্ট করার চেষ্টা করেন বলে জানান। আসমার প্রকৃত নাম রশিদা। তার বাবার নাম আব্দুল আমিন। তিনি উখিয়ার জামতলী ক্যাম্পে থাকেন। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রাইজিংবিডি/কক্সবাজার/২৭ আগস্ট ২০১৯/সুজাউদ্দিন রুবেল/রফিক