সারা বাংলা

ঝালকাঠিতে যুবলীগের একপক্ষের মিছিল, পুলিশের লাঠিপেটা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করীম জাকিরের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও সড়ক অবরোধ করে অপর যুবলীগ নেতা সৈয়দ মিলনের অনুসারীরা।  পুলিশ তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মিলনের অনুসারীরা শহরের ফায়ার সার্ভিস মোড় অবরোধ করে ঝাড়– নিয়ে মিছিল করতে থাকে। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা চালায়। কিন্তু তারা অনড় থাকায় পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ঝালকাঠি সরকারি কলেজ সভাপতি তরিকুল ইসলাম অপুসহ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মী আহত হয়। তারা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) আবু তাহের মিয়া জানান, ফায়ার সার্ভিস মোড়ে রাস্তা বন্ধ করে মিছিল করছিলো একটি গ্রুপ। সেখানে গিয়ে তাদের শান্ত করতে চাইলেও তারা শান্ত হয়নি। পরে লাঠি চার্জ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/অলোক সাহা/শাহনেওয়াজ