সারা বাংলা

হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় আনন্দ মণ্ডল হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- প্রমথ মণ্ডল, অশোক মণ্ডল, অমর মণ্ডল, নিমাই মণ্ডল ওরফে নির্মল, গোলক মণ্ডল, রমেশ মণ্ডল, নিশাকর মণ্ডল, ও বিকাশ বালা। রায়ে অপর পাঁচ আসাসিকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নিমাই মণ্ডল ওরফে নির্মল জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের ভগ্নিপতি।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০ মে পূর্বশত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুইস গেটের কাছে আনন্দ মণ্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন আনন্দ মণ্ডল মারা যান। রাইজিংবিডি/খুলনা/২৮ আগস্ট ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল