সারা বাংলা

নরসিংদীতে উচ্ছেদ হলো সেতুর অবৈধ সিএনজি স্ট্যান্ড

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজ উদ্দিন সেতুতে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে এ উচ্ছেদ করা হয়।

পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত এই সেতুটিতে অবৈধ স্ট্যান্ড বসিয়ে প্রতিদিন দুই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল একটি প্রভাবশালী মহল। এ নিয়ে নরসিংদী বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।

এ বিষয়ে ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমাদের নজরে আসে। পরে অভিযান চালিয়ে সেতুর ওপরে বসানো অবৈধ সিএনজি স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়। তাছাড়া ওই সেতুটির ওপর নির্মিত ঘরটিও ভেঙে দেওয়া হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। রাইজিংবিডি/নরসিংদী/৩০ আগস্ট ২০১৯/গাজী হানিফ মাহমুদ/নাসিম