সারা বাংলা

‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত, বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুর্ধর্ষ জলদস্যু মোহাম্মদ ইরান নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ জলদস্যুদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। পরে সেখান থেকে জলদস্যু ইরানের লাশ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৩টি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। নিহত ইরানের বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব। রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ আগস্ট ২০১৯/রেজাউল/সনি/বকুল