সারা বাংলা

নদীতে নেমে প্রাণ গেল প্রতিবন্ধি বালকের

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রাফি নামের এক প্রতিবন্ধি বালক। নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় তার মৃতদেহ উদ্ধার হয়।

নিহত রাফি (৩০) একই ইউনিয়নের ডৌকারচর গ্রামের কাশেম সরকারের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ আগস্ট) রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের পাহাড়িয়া নদীতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে পরিবারের সকলের চোঁখ ফাঁকি দিয়ে পাহাড়িয়া নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় তখন সে পানিতে ডুবে যায়। গ্রামবাসী অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান করতে না পারায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গাজীপুরের টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে নদী থেকে রাফির মৃতদেহ উদ্ধার করে। রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৯/গাজী হানিফ মাহমুদ/শাহনেওয়াজ