সারা বাংলা

মধুমতির ভাঙন ঠেকানোর দাবি

ফরিদপুর প্রতিনিধি : মধুমতি নদীর পানি কমে যাওয়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায়।

ভাঙন প্রতিরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে নদীর পাড়ে মানববন্ধন করে দাবি জানান এলাকাবাসী। শনিবার  উপজেলার টগরবন্দ ইউনিয়নে চরআজমপুর এলাকায় এ মানববন্ধন হয়।

এ সময় ভাঙন কবলিত এলাকা গোপালপুর খেয়াঘাট, বাজড়া, চরডাঙ্গা, চরআজমপুর গ্রাম পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মুনজুর হোসেন বুলবুল।

তিনি বলেন, নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১২ হাজার ব্যাগের কাজ চলমান রয়েছে। অন্যান্য জায়গায় দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন  রোধ করার চেষ্টা চলছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আহাদুল হাসান আহাদ, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম। রাইজিংবিডি/ফরিদপুর/৩১ আগস্ট ২০১৯/মনিরুল ইসলাম টিটো/সাইফ