সারা বাংলা

চবি’তে ছাত্রলীগের সংঘর্ষ, শাটল ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শাটল ট্রেন বন্ধ রয়েছে।

রোবাবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী শাটল ট্রেনের চালককে অপহরণ করা হয় এবং হোসপাইপ কেটে দিয়ে বন্ধ করা হয় শাটল ট্রেন। এতে দুর্ভোগে পরেছেন শত শত ছাত্রছাত্রী।

চট্টগ্রাম রেলওয়ে থানা (জিআরপি) ওসি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া রাইজিংবিডিকে জানান, বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে রোববার সকালে একদল ছাত্র বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের চলাচল বন্ধ করে দেয়। সকাল সাড়ে ৭টার শাটল ট্রেন চালক খোরশেদ আলমকে তুলে নিয়ে যায় একদল ছাত্র। এই সময় ট্রেনের হোসপাইপও কেটে দেয় তারা। এ কারণে সকাল সাড়ে ৭টা ও ৮টার নির্ধারিত শাটল ট্রেন চট্টগ্রাম নগরী থেকে ক্যাম্পাসে চলাচল করতে পারেনি। তবে অপহরণের একঘন্টা পরে শাটল ট্রেনের চালকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে আগের রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচছাত্র আহত হয়েছেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/০১ সেপ্টেমবর ২০১৯/রেজাউল/বুলাকী