সারা বাংলা

বাগেরহাটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রো্ববার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম আসামির উপস্থিতে রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত এবারত আলী (৪৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত. হাসেম শেখের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে নিজ ঘরে স্ত্রী সেলিমা বেগমকে কয়েক দফা মারধর করেন এবারত আলী। ভোর রাতে সেলিমা বেগম মারা যান। ওই দিন বিকেলে নিহত সেলিমা বেগমের বাবা রুস্তুম আলী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় স্বামী এবারত আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সরকারের পক্ষে কৌঁসুলি ছিলেন ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে তারা খুশি।

 

রাইজিংবিডি/বাগেরহাট/১ সেপ্টেম্বর ২০১৯/বাগেরহাট/বকুল