সারা বাংলা

ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী শিবির থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে এক মেইল বার্তায় এই তথ্য জানান র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন।

গ্রেপ্তার শাহ আলম (৩১) উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্প-১ এর সি-ব্লকের এমআরসি নম্বর-ত ২৪২০, শেড নম্বর-৫০, বাসা নম্বর-০৪ এর বাসিন্দা হাসেম মোল্লার ছেলে।

এএসপি মাহমুদুল বলেন, শরণার্থী শিবিরে কতিপয় মাদক কারবারি এক ব্যক্তির বাসায় মাদকদ্রব্য মজুদ করেছে- এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে বাড়ি থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

‘‘পরে শাহ আলমের স্বীকারোক্তি মতে, খাটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পলিথিন মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’’

র‌্যাবের এই সহকারী পরিচালক বলেন, আটক শাহ আলম সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তিনি শরণার্থী হওয়ার আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক কারবারে জড়িত।

শাহ আলমের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এএসপি মাহমুদুল। রা্‌ইজিংবিডি/কক্সবাজার/২ সেপ্টেম্বর ২০১৯/সুজাউদ্দিন রুবেল/বকুল