সারা বাংলা

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে মেইল ট্রেন জালালাবাদ এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এই ট্রেনের পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়। থবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে।

তিনি জানান, রেল লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে। লাইন সচল হওয়ার পর ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে আসে। পরে প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌনে ৫টায় ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায় বলে জানান তিনি।

এর আগে গত ১৬ আগস্ট ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগি রেখেই ঢাকায় যায় ট্রেনটি। রাইজিংবিডি/সিলেট/০৪ সেপ্টেম্বর ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল