সারা বাংলা

সিগারেট কারখানাকে ৭০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ ছাড়পত্র ছাড়া সিগারেটের কারখানা চালানোর দায়ে বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে জরিমানার আদেশ দেয়া হয়। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠানটি সিগারেট উৎপাদন করে আসছিল। সরেজমিন অভিযানে এর সত্যতা পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষকে শুনানির জন্য নোটিশ দেয়া হয়।

জরিমানার অর্থ পরিশোধ ও পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।  রাইজিংবিডি/চট্টগ্রাম/৪ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল করিম/বকুল