সারা বাংলা

জামিনে মুক্ত হলেন মিতু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ডা. আকাশ আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি তার স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতু কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

জামিনের কাগজপত্র কারাগারে পৌছার পর বুধবার রাত ৮টার দিকে মিতুকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। গ্রেপ্তার হওয়ার প্রায় ৭ মাস পর হাইকোর্ট থেকে জামিন লাভ করেন মিতু।

মিতুর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. আবদুস ছালাম। কারাফটক থেকে বের হওয়ার পর অপেক্ষমাণ স্বজনরা মিতুকে নিয়ে বাসার উদ্দেশে যান।

গত ৩১ জানুয়ারি ভোরে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকার নিজ বাসায় শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।

মৃত্যুর আগে আকাশ ফেসবুকে দেয়া পোস্টে প্যাটেল, মাহাবুবসহ একাধিক ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ আনেন এবং তার আত্মহত্যার জন্য স্ত্রী দায়ী বলে উল্লেখ করেন। এর একদিন পর মিতুকে গ্রেপ্তার করে পুলিশ। রাইজিংবিডি/চট্টগ্রাম/৪ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল করিম/বকুল