সারা বাংলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়া সংবাদদাতা : জেলার শেরপুর উপজেলার কলেজরোড এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একটি ও সকাল সাড়ে ৭টার দিকে আরেকটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে উপজেলার কলেজরোড এলাকায় ঢাকাগামী কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত কলাবোঝাই ট্রাকটিকে পেছনে থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ত্রিমূখী এই সংঘর্ষে কলাবোঝাই ট্রাকের চালক ও হেলপার এবং রড বোঝাই ট্রাকের হেলপার নিহত হন। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে একই স্থানে মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় আমেনা বিবি (৫৫) নামের একজন নারী নিহত হয়েছেন। তিনি শেরপুর পৌরশহরের উলিপুর মহল্লার আব্দুল হামিদের স্ত্রী।

স্থানীয়রা জানান, নাতিকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী।

শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

রাইজিংবিডি/বগুড়া/৫ সেপ্টেম্বর ২০১৯/একে আজাদ/বুলাকী