সারা বাংলা

ব্রুনাইতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইতে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি ছাইদুল ইসলাম আল-আমিন (২৫) নিহত হয়েছে। ওই দেশের সময় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

আল-আমিনের মৃত্যুতে তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছৈলাদী গ্রামে চলছে মাতম। আল-আমিন ওই গ্রামের মো. বকুল সরকারের একমাত্র ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার ও ইউপি সদস্য মো. ফারুক শেখ।  

নিহতের চাচাত ভাই শাসমুল হক জুয়েল জানান, ছাইদুল ইসলাম আল-আমিন এক বছর আগে জীবিকা নির্বাহের জন্য ব্রুনাই পাড়ি জমান। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি কাজ করতে যান। ওই দিন ব্রুনাইয়ের স্থানীয় সময় দুপুর ২টায় নির্মাণাধীন ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান। 

নিহত আল-আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ধার-দেনা করে তিনি প্রবাসে পাড়ি দেয়। এখনো ঋণ পরিশোধ করা হয়নি তার। রাইজিংবিডি/গাজীপুর/৭ সেপ্টেম্বর ২০১৯/রফিক সরকার/বকুল