সারা বাংলা

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে নয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলেছ।

চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। মোবাইল কোর্টের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি পূরনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

রোববার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন চলাচল ব্যহত হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম নগরী থেকে বিভিন্ন আন্তঃজেলা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু ধর্মঘট পালনের বিষয়ে রাইজিংবিডিকে জানান, নয় দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু প্রশাসন এতে সাড়া না দেয়ায় রোববার সকাল থেকে ধর্মঘট পালন করা হচ্ছে। পরিবহন মালিক শ্রমিকদের ১৪টি সংগঠন এই ধর্মঘটের সাথে একাত্ম আছে বলে এই পরিবহন শ্রমিক নেতা।

এদিকে ধর্মঘটের ফলে চট্টগ্রাম থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ আন্তঃজেলায় বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিকেলে প্রশাসনের সঙ্গে এ বিষয়ে মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল/ইভা