সারা বাংলা

হরিণাকুণ্ডুতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ঝিনাইদহ সংবাদদাতা : জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে জেলার হরিণাকুণ্ডু উপজেলার তালবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান রাইজিংবিডিকে জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালবাড়ীয়া গ্রামের আওয়ামী লীগের সর্মথক শরিফুল ইসলাম ও সমির উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

রোববার বিকেলে শরিফুলের সমর্থক বশিরের সাথে সমিরের সমর্থক জামালের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুফিয়া খাতুন ও হাসিনা বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। রাইজিংবিডি/ঝিনাইদহ/০৯ সেপ্টেম্বর ২০১৯/রাজিব হাসান/বুলাকী