সারা বাংলা

কিশোরগঞ্জে ‘সহজে জিডি’ কার্যক্রমের উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ‘সহজে জিডি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এর পাশাপাশি পুলিশি সেবা জনগণের কাছাকাছি পৌঁছে দেয়া, সেবার মান বৃদ্ধি এবং সেবা নিতে আসা জনগণ যেন হয়রানি শিকার না হয়, সেই বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় জিডির সহজ আবেদন ফরম ও জিডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

এ সময় তিনি বলেন, এখন থেকে মানুষকে জিডি করার জন্য আলাদা সাদা কাগজে আবেদন করতে হবে না। প্রতিটি থানার সার্ভিস ডেলিভারি অফিসারের কাছ থেকে বিনামূল্যে ছাপানো আবেদন ফরমে তথ্য পূরণ করে কয়েক মিনিটের মধ্যে জিডি করা যাবে। জিডি করার পর একটি কপি ও সংরক্ষণের জন্য পুলিশের মনোগ্রামসহ একটি পাবলিক কার্ড পাবেন। কার্ডে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারদের মোবাইল নম্বর দেয়া থাকবে।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১১ সেপ্টেম্বর ২০১৯/রুমন চক্রবর্তী/বকুল