সারা বাংলা

গাজীপুরে ৮২টি জালনোটসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাল টাকা বাজারজাতকারী চক্রের তিন সদস্যকে জালনোটসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের থেকে এক হাজার টাকা মূল্যমানের ৮২টি জালনোট উদ্ধার করা হয়। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর ডিবি পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের সদরের রায়পুরা সরকারপাড়া এলাকার আকবর ওরফে রুবেল ওরফে শাহজাহান আলী (৩০), ঢাকার আশুলিয়ার বাধাইল এলাকার জাকির হোসেন (২৬) এবং ঝালকাঠির সদরের তারপাশা এলাকার রুহুল আমিন (৪২)।

গাজীপুর ডিবির ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকার অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আকবর ওরফে রুবেল ওরফে শাহজাহান আলীর কাছ থেকে বাংলাদেশি এক হাজার টাকা মূল্যমানের ২৯টি জালনোট, জাকির হোসেনের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ১৭টি জালনোট এবং রুহুল আমিনের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৩৬টি জালনোট উদ্ধার করে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার মামলা হয়েছে। রাইজিংবিডি/গাজীপুর/১১ সেপ্টেম্বর ২০১৯/হাসমত আলী/বকুল