সারা বাংলা

সিলেটে অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা পিযুষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : তিন সহযোগীসহ সিলেটের সেই আলোচিত অস্ত্রধারী পিযুষ কান্তি দে কে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯-এর সদস্যরা।

বুধবার রাতে নগরীর মির্জাজাঙ্গাল থেকে গ্রেপ্তারের পর দুপুরে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মনিপুরী রাজবাড়ীর মৃত আশ্বিনী কুমার পালের ছেলে বাপ্পা পাল (৪২), রামের দিঘীর পারের মৃত পরেশ রায়ের ছেলে মন্টি রায় (৪২) ও গোলাপগঞ্জ উপজেলার রানীখাইলের রুস্তম খানের ছেলে রায়হান খান (২৫)। পিযুষের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা ও ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পিযুষ কান্তি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। এর আগে তিনি মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ও যুবলীগের কমিটিতে ছিলেন। তার বিরুদ্ধে নগরীতে একাধিকবার প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট, জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রাইজিংবিডি/সিলেট/১২ সেপ্টেম্বর ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল