সারা বাংলা

হাকিমপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।

শুক্রবার স্টেশন রোডে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।

প্রেসক্লাবের নির্বাচন কমিশনার অধ্যাপক জানে আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করে রাইজিংবিডিকে জানান, দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হযেছে। এতে সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন (বৈশাখী টিভি), সহ-সভাপতি পদে এটিএম রবিউল ইসলাম সুইট (দৈনিক আজকের দেশবার্তা), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু (গাজী টিভি ও দৈনিক খোলা কাগজ) সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ( ইন্ডিপেনডেন্ট টিভি) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিন (রাইজিংবিডি.কম) ও কার্যকরী সদস্য ৩ টি পদে সৈয়দ মোস্তাফিজুর রহমান (দৈনিক উত্তর বাংলা), মাসুদুল হক রুবেল (ডিবিসি নিউজ), রমেন বসাক (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত ঘোষনা করেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (সময় টিভি), দপ্তর সম্পাদক পদে মোফাজ্জল হোসেন (দৈনিক তিস্তা), কোষাধ্যক্ষ পদে আলম হোসেন (দৈনিক পত্রালাপ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক পদে তারিকুল ইসলাম (দৈনিক আমার সংবাদ) নির্বাচিত হয়েছেন এবং ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল আজিজকে (আরটিভি)বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

রাইজিংবিডি/হিলি/১৪ সেপ্টেম্বর ২০১৯/মোসলেম উদ্দিন/বুলাকী