সারা বাংলা

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা: রপ্তানিমূল্য বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গেছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি।

পুর্বের দেয়া এলসিগুলোর বিপরীতে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানির অনুমতি না দেয়ায় বিপাকে পড়েছে দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা ‘ন্যপেড’শুক্রবার হঠাৎ করে প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করার ফলে এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আগে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩শ মার্কিন ডলারে আমদানি করা হলেও এখন থেকে নির্ধারিত নতুন মূল্যে আমদানি করতে হবে ব্যবসায়ীদের।

শনিবার সরকারি ছুটির কারণে ব্যাংকগুলো বন্ধ থাকায় আজ রোববার এলসিগুলো পুনরায় সংশোধন করে পেঁয়াজ আমদানি করতে হবে।

হিলির ব্যবসায়ী বাবুল হোসেন জানান, ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য বৃদ্ধি করায় দেশের খোলা বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। শনিবার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা দরে।

 

রাইজিংবিডি/হিলি (দিনাজপুর)/১৫ সেপ্টেম্বর ২০১৯/মোসলেম উদ্দিন/টিপু