সারা বাংলা

খুলনায় ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু

খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শিশুসহ দুই জন মারা গেছে।  ‍

যশোরের অভয়নগর উপজেলায় মোহাম্মদ খবির উদ্দিন (৫০) কে রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সোমবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। 

হাসপাতালে ডেঙ্গু জ্বরে মৃত মো. রাফিতের বয়স মাত্র আট মাস। রোববার বিকেল ৪টার দিকে রাফিতকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

শিশুটির বাবা যশোরের মনিরামপুর উপজেলায় বাসিন্দা। 

ডেঙ্গু জ্বরে শিশুসহ দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. শৈলন্দ্র নাথ বিশ্বাস। 

এদিকে, খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুল রাজ্জাক জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২০৬ জন খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন আছে ৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। রাইজিংবিডি/খুলনা/১৬ সেপ্টেম্বর ২০১৯/নুরুজ্জামান/বকুল