সারা বাংলা

আ’লীগ বন্ধুত্বের পরিচয় দিয়েছে : রাঙা

রংপুর-৩ (সদর) আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ায় জাপা মহাসচিব মশিউর রহমান রাঙা আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ (সদর) আসন শূন্য হয়। এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের মনোনয়ন পান আওয়ামী লীগের নেতা রেজাউল করিম রাজু। আসনটি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হওয়ায় দলের সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে রাঙা বলেন, ‘‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের দীর্ঘদিন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় দিয়েছে। আশা করি, ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে।’’ 

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক এই নির্বাচন থেকে বিরত থাকার ঘোষণা দেয়ায় জাপা প্রার্থী ক্ষতিগ্রস্ত হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘দল চালায় দলের চেয়ারম্যানসহ অন্যান্যরা। দলের সবাই যে সিদ্ধান্ত নিয়েছে তা সকলের মেনে নেয়া উচিত। আশা করি দলের সিদ্ধান্ত তারা মেনে নেবেন।’’

তিনি বলেন, ‘‘আমি খুব দ্রুত মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করব। এছাড়া আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বসব এবং তাদের ধন্যবাদ জানিয়ে নির্বাচনে সহায়তা করার কথা বলব। আশাকরি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীক বিপুল ভোটে বিজয়ী করবে।’’  রাইজিংবিডি/রংপুর/১৬ সেপ্টেম্বর ২০১৯/নজরুল মৃধা/বকুল