সারা বাংলা

সিরাজগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আটজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫০ জনে।

এখন জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছে ৩৮ জন। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩০ জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবির এ তথ্য জানান।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৩ সেপ্টেম্বর সিরাজগঞ্জ পৌর এলাকায় নিলুফার ইয়াসমিন নামে এক নারী, গত ১৮ আগস্ট কামারখন্দ উপজেলার মেহেদী হাসান মীম নামে এক কলেজছাত্র এবং গত ১৪ সেপ্টেম্বর রাতে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের নিলুফা ইয়াসমিন নীলার মৃতু হয়। সিরাজগঞ্জ/আদিত্য/ইভা