সারা বাংলা

নদী দখলের দায়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

নদী দখল করে বেজমেন্ট নির্মাণ ও পরিবেশ রক্ষায় শতকরা ২৫ ভাগ গাছ প্লান্ট এলাকা না থাকায় খুলনার দাকোপ উপজেলার জি গ্যাস (এলপিজি) এনার্জি কোম্পানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান বুধবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করেন।

তিনি বলেন, ফ্যাক্টরিটি অবৈধভাবে নদী দখল করে বেজমেন্ট নির্মাণ করেছে। এ ছাড়া আগুন নেভানোর জন্য ৩০টি ফায়ার এস্টিংগুইসার থাকলেও সেগুলোর মেয়াদ নেই। প্লান্ট এলাকায় যে পরিমাণ গাছ থাকার কথা তাও নেই। এ সব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় এ সব বিষয়ে কোম্পানির কর্তৃপক্ষ সদুত্তর দিতে না পারায় তাদের ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল