সারা বাংলা

অভিযান শুধু চমক দেবে, স্থায়ী সমাধান নয় : মেনন

ক্যাসিনো এবং দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সাময়িক অভিযান শুধু চমক সৃষ্টি করবে, স্থায়ী সমাধান করতে পারবে না।

শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবে দলের সাভার উপজেলা সম্মেলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, এমন ধরনের অভিযানে কোনো লাভ হবে না, সমসাময়িক ব্যবস্থা পরিবর্তন করতে হবে।

‘‘গত কয়েক দিন ধরে ক্যাসিনোর কাহিনী ও কোটি কোটি টাকার কাহিনী উদ্ঘাটন হচ্ছে। মনে হচ্ছে হঠাৎ ঝড় উঠে গেছে, সব কিছু সাব-শুদ্ধ করছে, এটি ভালো; কিন্তু কয়েক দিন শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ হয় না৷ তাই চমক সৃষ্টি না করে সুশাসনের ভিত্তিতে লাগাতার এই অভিযান চালিয়ে যেতে হবে।’’

ক্যাসিনোবিরোধী অভিযান প্রসঙ্গ টেনে তার নাম (মেননের) পত্রপত্রিকায় ফলাও করে প্রচারের বিষয়ে তিনি বলেন, ‘‘পত্রপত্রিকার কর্মীরা মনে করেন, এটি মুখরোচক খাদ্য। অতএব, তারা এটিকেই ফলাও করে প্রচার করছেন।’’

মেনন বলেন, ‘‘ক্লাব ও জুয়া-হাউজিং বহু দিন আগে থেকে চলে আসছে। ক্যাসিনো ২০১৭ সাল অথবা ২০১৮ সাল থেকে শুরু হয়েছে৷ আসলে এখানে কাউকে দোষারোপ করে লাভ নেই, এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে।’’

এ সময় উপস্থিত ছিলেন- দলের ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, সাভার উপজেলা সভাপতি রফিকুল ইসলাম সুজন প্রমুখ।

 

সাভার/আরিফুল ইসলাম সাব্বির/বকুল