সারা বাংলা

কুষ্টিয়ায় পদ্মার পানি বিপৎসীমার ওপরে

কুষ্টিয়ার পদ্মা নদীর পানি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুষ্টিয়ার দৌলতপুরসহ বেশ কিছু নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পানি পরিমাপ করার পর দেখা যায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। প্রতি ঘণ্টায় পানি বাড়ছে এক সেন্টিমিটার করে।

কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের বিপৎসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। মঙ্গলবার বেলা ১২টায় পানি প্রবাহের মাত্রা ছিলো ১৪ দশমিক ২৭ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার।

এদিকে পদ্মার শাখা গড়াই নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো গড়াই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গড়াই নদীর পানি প্রবাহের বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। মঙ্গলবার বেলা ১২টায় পানি প্রবাহের মাত্রা ছিলো ১২ দশমিক ৩৭ সেন্টিমিটার। পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারির পর ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।

গড়াই নদীতে পানি বৃদ্ধির কারণে জিকে ঘাট ছাড়াও বড় বাজার এলাকার বেড়িবাঁধের পাশে বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুণ্ডু জানান, পানি এই মুহূর্তে বিপৎসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি ঘণ্টায় কখনো ১ সেন্টিমিটার আবার কখনো ২/৩ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। কুষ্টিয়া/কাঞ্চন কুমার/বুলাকী