সারা বাংলা

বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বাউবি’র শিক্ষা কার্যক্রম

বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনলাইনে শিক্ষা কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর খন্দকার মোকাদ্দেম হোসেন মন্তব্য করেছেন।

মঙ্গলবার সকালে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর ক্যাম্পাসে শিক্ষক-প্রশিক্ষকদের জন্য  শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের  মিশ্র পদ্ধতির ওপর প্রচার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন,  আগে ২৭টি কোর্স চালু ছিল। বর্তমানে ৫৭টি কোর্স পরিচালিত হচ্ছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক শাখার পরিচালক বিষ্ণুপদ ভৌমিকের সভাপতিত্বে এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির স্কুল শাখার প্রধান প্রফেসর মিজানুর রহমান, যশোর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর জয়নুল আবেদিন প্রমুখ।

বাউবি’র এই প্রচার কর্মশালায় যশোর ঝিনাইদহ, মাগুরা, নড়াইলের প্রায় ৫০জন শিক্ষক-প্রশিক্ষক অংশগ্রহণ করেন। যশোর/সাকিরুল কবির রিটন/জেনিস