সারা বাংলা

দু’দিনের সফরে খুলনায় রাষ্ট্রপতি

দুই দিনের সফরে খুলনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে মহানগরীর খালিশপুরের নৌঘাঁটি বানৌজা তিতুমীরের ভিভিআইপি হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এরপর নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। পরে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীও খুলনা সফর করছেন।

সন্ধ্যায় বানৌজা তিতুমীরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বানৌজা তিতুমীরের রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন তিনি।

বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টায় খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি।

নৌঘাঁটি বানৌজা তিতুমীরকে তার সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বুধবার অনুষ্ঠান শেষে খুলনা ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/সনি