সারা বাংলা

দাউদকান্দিতে নৌকা বাইচের প্রস্তুতি

কুমিল্লার দাউদকান্দিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৫ অক্টোবর শনিবার অনুষ্ঠিতব্য নৌকা বাইচটি মেঘনার চর কাঠালিয়া থেকে শুরু হয়ে দাউদকান্দি ব্রিজে গিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ তথ্য জানান। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ব্যপক প্রস্তুতি হাতে নিয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক  জানান, নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন অর্থ মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।

প্রতিযোগিতায় ১২টি বড় নৌকা অংশ নেবে। যার মধ্যে কুমিল্লা মেঘনার ১টি, দাউদকান্দির ১টি, টাঙ্গাইল থেকে ১টি, ব্রাহ্মনবাড়িয়া থেকে ৫টি, কিশোরগঞ্জ থেকে ১টি, নরসিংদী থেকে ১টিসহ মোট ১২টি নৌকা এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে। নৌকার সংখ্যা আরো বাড়তে পারে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে নগদ ১ লাখ টাকা পুরস্কারসহ অংশগ্রহণকারী প্রতিটি দলকে সম্মাননা প্রদান করা হবে।

 

কুমিল্লা/ইমরুল/সনি